2022 Best Romantic Bangla Shayari | রোম্যান্টিক বাংলা শায়েরী
আপনাদের পছন্দের সেরা রোম্যান্টিক বাংলা শায়েরী (Romantic Bangla Shayari) ছবির সাথে প্রস্তুত করা হয়েছে আপনি চাইলে এই রোমান্টিক শায়ারি ডাউনলোড করে প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন৷
রাজার আছে অনেক ধন,
আমার আছে একটি মন।
পাখির আছে ছোট্র বাসা,
আমার মনে একটি আশা,
তোমায় শুধু ভালোবাসা।
মন টা আমার হলেও,
মনের ভিতরের জাইগাটা শুধু তোর।

শুধু স্পর্শে নয়
অনুভবেও 💕ভালোবাসা যায়
হোক না দুরত্ব🤔তাতে কি এসে যায়..
নিম্নচাপের হাওয়ার মতো,
বইছ তুমি বুকের পাশে…
যে হাওয়াতে ঝলসে যাওয়া,
শহর জুড়ে বৃষ্টি আসে।
একটি প্রকৃত ভালবাসা হতে পারে
দৈহিক অথবা ঐশ্বরিক।
সত্য ভালবাসা হচ্ছে এমন কিছু যা
শাশ্বত ও অধিক শান্তিপূর্ন।
জীবনে এমন 💅👦মানুষ খুঁজে পাওয়া ভার,
যে হবে শুধুই আমার।
আমার সুখ দুঃখে যে রবে পাশে,
এমন মানুষকেই ভালবাসার মন খুঁজে।
কলেজ ফিরতি বৃষ্টি পথে
একই ছাতার নিচে আসা,
জীবন পথে এটাই প্রথম
একান্ত গোপন ভালোবাসা।
ভালোলাগা থেকে জন্ম
নেয় ভালোবাসা।
আর তার মাঝে গড়ে
ওঠে ছোট ছোট আশা।

গম্ভীর স্বভাব চাইনা আমি,
হয়ো তুমি শিশুর মতোই অবাধ্য…
সবটুকু দিয়েই মানিয়ে নেবো,
আছে আমার যতটুকু সাধ্য…
এসে গেলো ফেবরুয়ারী,
মন চায় প্রেমে পরি..
আমি এখন একা,,
কবে পাবো তোমার দেখা..
কোথায় গেলে তোমায় পাই,,
মন যে শুধু চাই..
১৪ ফেবরুয়ারী GIFT টা যেনো আমি পাই..!!

এতো কষ্ট পেয়েও,
তোমাকে ভুল বুঝিনি ।
এতো দূরে রয়েও,
তোমাকে ভুলে যায়নি ।
নির্ঘুম রাত জেগেও,
স্বপ্ন নিয়ে বেঁচে আছি ।
কেনো জানো ?
তোমায় খুব ভালোবাসি তাই ।
যে মানুষ যত 👨বেশি গম্ভীর..
সে মানুষ ততবেশি 😡 রাগী..
তবে তার মধ্যে ভালোবাসাও😍থাকে বেশি..!!
মনে নাই শান্তি,
হাতে নাই আংটি।
বারে বারে মনে পড়ে,
তোমার নামটি।
আমি প্রেম কি জানিনা,
আমি প্রেম কি বুঝিনা,
শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে!
কে জানে হায় কোন আগুনে,
মরিব আমি এই ফাগুনে ।

তুমি যদি বাসো ভালো
চাঁদের মতো দেব আলো
যদি আমায় ভাবো আপন
হব তোমার মনের মতন
নদী যেমন দেয় মোহনা
তোমার ই আমি তোমার উপমা
যদি তুমি মনে করো সুখে নেই,
সুখে নেই,সুখে নেই.
তবে তুমি ফিরে আসো এখনো
আগের মতো ভালবাসি তোমাকেই..!!

ভালবাসলে বিয়ে করবো।
রাগ করলে কিস করবো।
কাছে থাকলে আদর করবো।
দূরে থাকলে মিস করবো।
প্রথম দেখায় কখনো ভালবাসা হয় না।
যা হয় তা হল ভাল লাগা।
আর সেই ভাল লাগা নিয়ে ভাবতে থাকলে
সৃষ্টি হয় ভালবাসার।
তোমায় আমি ভালােবাসি,
কেউ জানে না।
রাস্তার মধ্যে দেখা হলে,
সিটি মেরো না।
যৌবনে দেহের তৃষ্ণা মিটাতে নয়,
বৃদ্ধ বয়সে বেঁচে থাকার অবলম্বন
হিসাবে তোমাকে চাই!

আমার শুধু তোমার 👧অভাব অন্য কিছু নয়।
আমার শুধু তোমার অভাব অন্য কিছু নয়।
হৃদয় ♥ দিতে তুমি পাচ্ছো কেনো ভয়।
পাশাপাশি বাজবে শঙ্খ
সবার ঘরে ঘরে।
তুমি নববধূর বেশে যেদিন
পা রাখবে আমার দ্বারে।
ভালোবাসাকে যদি
শস্যক্ষেত্র রুপে কল্পনা করা হয়,
তবে বিশ্বাস তার বীজ।
আর পরিচর্যা হলো আবেগ।
আজকে তুমি রাগ করছো,
দু:খ পাবো তাতে।
কালকে যখন মরে যাবো,
রাগ দেখাবা কাকে?
বিধির বিধান এই রকমি,
একদিন তো যাবো মরে।
বুঝবে সেদিন তুমি,
ভালোবাসতাম শুধু তোমাকে…
প্রেম এক সুখ পাখি!
পুষতে হয় বুকের খাচায়।
সেই প্রেম পৃথিবীতে কাউকে
হাসায় আবার কাউকে কাঁদায়।
একজন প্রেমিকের কাছে
চন্দ্র হলো তার প্রেমিকার মুখ ।
আর জোছনা হলো প্রেমিকার দীর্ঘশ্বাস ।

ফুলের প্রয়োজন সূর্যের আলো,
ভোরের প্রয়োজন শিশির,
আর আমার প্রয়োজন তুমি,
আমি তোমাকে ভালবাসি।
তোমায় আমি বলতে চাই,
তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই।
ভালবাসি শুধু তোমায় আমি,
জনম জনম ভালবাসতে চাই।
Read Also :
👉ফেসবুকে সুন্দরী মেয়ে পটানোর এস এম এস
👉মেয়েদের প্রেমে ফেলার কিছু সহজ উপায়
Missing Missing মন তােমার।
Kissing Kissing ঠোট।
Lovely Lovely চোখ তোমার।
Sweety Sweety হাঁসি।
তাই তো বলছি তোমায় আমি,
ভিষন ভালোবাসি…
তোমার বাবার শাসানিতে
ভয় আমার নাই।
বুকে পেয়েছি তোমায় আমি।
আর কি আমার চাই?
দেখ হতে পারি খামখেয়ালী বা রাগী,
কিন্তু তোকে অনেক ভালোবাসি তাই
তোর খেয়ালটাও রাখি।

ভালোবাসা এমন একটা জিনিস
যা ভাবলে শেষ হয়না,
আর না ভাবলে ঘুম হয়না।
প্রিয়জন কাছে থাকলে বুঝা যায়না,
আর দূরে গেলে মন মানে না।
নতুন বছরে পুরানো প্রেমে
নতুন করে ডুবি।
নতুন বছরে তোকে
আবার নতুন করে খুঁজি।
বনের পাখি মায়ার টানে
ফিরে আসে নীড়ে,
মনের মানুষ ফেরেনা আর,
গেলে বাঁধন ছিড়ে।

মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো।
মিটি মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারাবেলা।
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবো তোমায় সারাজীবন।
জানি একসাথে কাটানো সময়গুলো
আসবেনা আর ফিরে।
তবুও মন চাইছে ফিরে যেতে
অতীত স্মৃতির ভীড়ে!
জোর করে বেঁধে কি কখনো রাখা যায়?
সময়ের প্রলোভনে সব ভেঙে যায়।
আমি আর বেঁচে নেই,
তোমার এই ছোট্ট শহরে,
মনে যদি পড়ে আমায়,
তবে আগলে রেখো বুকের ভেতরে।
আমি তাকেই 💘 ভালবাসি যে,
আমাকে বিশ্বাস করে।
আমি তাকেই 🤗বিশ্বাস করি
যে আমাকে বুঝে।
আজ আমার শূন্যতায় আমায় ডাকে বারবার,
আজ তুমি অন্য কারো জানি হবেনা আমার।
হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি
নয়তো গিয়েছি হেরে,
থাক না ধ্রুপদী অস্পষ্টতা
কে কাকে গেলাম ছেড়ে!!
কাছে এসে কেন তুমি,
চলে গেলে দূরে,
তাই তো এখনো খুজি,
তোমায় মনের মত করে!
ট্রেন ছেড়ে আসে,
একা থাকে প্লাটফর্ম,
যাকে নিয়ে বাঁচার ইচ্ছা,
দেখো তারও থাকার ইচ্ছা কম।
কি হবে ভালোবেসে.!
ছেড়ে তো যাবেই প্রয়োজন শেষে.!
কোথায় তোমার শহর?
আর কোথায় তোমার ডানা?
তোমার কাছে ছুটে যাওয়ার জন্যে
এখন আছে হাজার টা মানা…
যেখান থেকে আবেগ শেষ,
শেখান থেকে শুরু জীবনের
আসল মানে।
কেউই কষ্ট সহ্য করিতে আগ্রহী নয়,
কিন্তু সকলকেই ইহা সহ্য করিতে হয়।
সুখ নয় আমি দুঃখেই খুশি,
সুখটা তাকে দিও যাকে আমি খুব ভালবাসি।
অনেক কিছু পেতে চাইলেও
পিছিয়ে আসতে হয়,
জীবন দেখায় আঙ্গুল দিয়ে
সবটা তোমার নয়।
কি অদ্ভুত বাস্তবতা তাইনা!
চোখ বন্ধ করে বিশ্বাস করা মানুষ গুলোই
একটা সময় চোখ খুলে দেয়।
নিজস্ব ছায়াটিও আসে না ফিরে,
আশেপাশে অন্ধকার যখন ধরে ঘিরে।
জীবনের ভবিষ্যৎ যেখানে অজানা,
সেখানে এত্ত স্বপ্ন দেখা মানা..
মজার ছলে করা অপমান গুলো,
এখন আর বুঝতে অসুবিধা হয় না…

যার জন্য এতো আয়োজন,
কখনো সে বুঝলো না,
তাকে আমার কতটা প্রয়োজন।