ব্রেকআপের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় । Move on from Break Up

ব্রেকআপের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায়

ব্রেকআপের কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায় । ব্রেকআপ এর পর করনীয়, কি ভাবে ব্রেকাপের কষ্ট ভুলা যায়?

সেই অন্যদের মত আজ আপনার কি ব্ৰেকআপ হইয়ে গেছে? আপনি কি তাকে ভুলতে পারছেননা ? বার বার তাকেই মনে পরছে? আপনার কি ভুল ছিলো তাই ভাবছেন? এই হাজার প্ৰশ্নের জবাব আজ আমি আপনাকে দিব ৷

দেখুন ভালাবাসাটা মন দিয়ে হয় তা তো আপনি জানেন, কিন্তু আপনি তাকে মন দিয়ে ভালোবাসার পরেও আজ কেন সে আপনাকে ছেরে চলে গেলো?

ব্রেকআপের কষ্ট থেকে মুক্তি পাওয়ার উপায়

প্ৰথম কথা হলো . আপনাদের রিলেশন হইতো ১, ২, ৩ অতিরিক্ত ১০ সাল হতে পারে ৷ এই যে সময় টুকু ছিল আপনি তাকে ভালোবাসছেন সেও আপনাকে পাগলের মত ভালবেসেছে ৷ কিন্তু এক দিন হঠাৎ করে সে আপনাকে ছেরে অন্য লোকের সাথে পরিচয় হলো এমন কি হইতো তার কথা আপনাকেও বলবে ৷ এখন দেখোন আপনি তাকে অনেক ভালোবাসেন সে জানে আর আপনার জীবনের প্ৰতিটা কথাই সে জানে আপনার সাথে কথা বললে সেই ঘুরে ঘুরে আগের কিছু কথাই রিপিট হতে থাকবে ৷ তাই সে নতুন পরিচিত মানুষটার সাথে কথা বলবে তার কথা জানার জন্য তার আগ্ৰহ থাকবে সে সময়ে আপনি ফোন করলে সে বলবে একটু পরে কল করবো এখন রাখো ৷ এই ভাবেই এক সময়ে আপনাকে সে ইগনোর করা শুরু করবে ৷ তার পর আপনাদের মাজে ঝগড়া লাগবে ৷ সে আপনি না করা ভুল গুলকেও জুর করেই আপনার উপর চাপিয়ে দিতে চাইবে ৷
এইভাবেই আপনাদের দূরত্ব বারবে আর অন্য দিকে সে নতুন পরিচিত মানুষটার সাতে সে মনের আবেগ গুলো বলবে আর সেই অবশ্যই সহানুভুতি দিবে৷ ধিরে ধিরে তার প্ৰতি ভালোবাসা বারবে আর আপনার উপর ইৰ্ষা(ঘৃণা) জাগবে ৷

এখন আপনি ভাৱবেন সে আপনার সাথে কথা নাবলে এক মহূৰ্ত পারতোনা সে কি ভাবে এতো বদলে গেলো ৷ আর আপনার মন আপনাকে বলে জাই হক ভুল নাহয় হইছে আমি একটা কল করি ৷ তখন দেখলেন সে বিজি আছে অন্য কলে তখন আপনার আর ভালো লাগবেনা আরো এক দুই বার কল বা এস এম এস করবেন ৷ অনেক চেষ্টার পর সে কল করলে আপনি তখন সে কেমন আছে সেটা জিগাস না করেই বলবেন কোথাই বিজি ছিলে? বেস সকল কাহিনী অন্ত ৷ দুই জনের ঝগড়ার পর দুই জনের মাজে আর ভালোবাসা থাকলোনা এখন শুধু ঝগড়াই থাকবে ৷

এই দিকে আপনি তাকে আগের মত করে মনে মনে চাইবেন ৷ অন্য দিকে সে অপরিচিত সেই মানুষটার সাথে কথা বলতে বলতে বন্ধু হইয়ে গেছে তারা দুই জন শপিং, চিনেমা, রেষ্টুরেণ্ট যাবে , ফটো শেয়ার করবে ৷
এই গুলো দেখে আপনি না সজ্য করতে পারবেন না কিছু করতে পারবেন ৷

আপনি তাকে বুঝাবার অনেক চেষ্টা করলেন যে আপনি তাকে ছারা বাচবেন না ৷ কিন্তু যে মানুষটা আপনার একটু মন খারাপ হলেই আপনাকে খুশি করার জন্য বার বার চেষ্টা করতো আজ আপনি তার জন্য এত কাঁদেন সে আপনাকে পাগল বলে ৷ আপনি নেকামি করেন এগুলো বলে ৷ আপনার সাথে এতো বছরের রিলেশন ব্ৰেকআপ করে দিলো ৷ ব্ৰেকআপ এক দিনে হয়না সেটা কম পক্ষেও এক দুই মাস আগের থেকেই শুরু হয় ৷

ব্ৰেকআপ তো হইয়েই গেছে এখন আপনি ভাবুনতো আপনি তার জন্য হাজার কান্দিলে বা খাওআ দাওআ বাদ দিয়ে তার কথাই ভাবলে চলবে ? সে তো অন্য কাওকে পেয়ে এখন মজা করছে তাইনা ?

Related Post:

👉ফেসবুকে সুন্দরী মেয়ে পটানোর এস এম এস 

👉সুন্দরী মেয়ে পটানোর টিপছ্

আপনাকেই বলছি তার কাছে ভালবাসার দাবি নিয়ে আর যাবেননা,তাকে ভালবাসি বলে বলে কোনো লাভ হবে না। সে আজ আর বুঝবে না,আপনি বুঝালেও বুঝবে না, কারণ সে বুঝতে চায় না। আপনার কান্নার আওয়াজ তার মনে জায়গা করে নিতে পারবে না, বরং সে আপনাকে নিয়ে বন্ধু মহলে হাসাহাসি করবে ৷ আপনাকে পাগল বলবে, আপনার কোনো মুল্য থাকবেনা তার সামনে ৷ আর মুল্যহীন জিনিস আমারা ডাষ্টবিনে রাখি তাইনা ? আপনার মুল্য নাকলে আপনাকেও সে ডাষ্টবিনে রাখবে ৷ তাই এখন হ্যা, এই মহূৰ্ত থেকে আপনি আপনার ভেল্যু রাখবেন আর বারান ৷ নিজেকে কাবিল বানান ৷ তখন সে আপনাকে খুজবে ৷

আপনার কথা তার একদিন মনে পড়বে, হয়তো ক্লান্ত দুপুরে কিংবা বৃষ্টিভেজা বিকেলে। সে বুঝবে আপনি কতটা ভালবেসেছিলেন তাকে, আপনার সরলতার কথা তার মনে পড়বে। হয়তো সে ফিরে আসতে চাইবে কিন্তু পারবে না। তার ফিরে আসার আর কোনো উপায়ও থাকবে না।।

আর আপনি কেনো কেঁদে কেঁদে নিজের জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করছেন,। আরে বোকা কাঁদবে তো সে, যে আপনার মতো ভালবাসার মানুষটিকে হারিয়েছে, যে আপনার মতো ভালো মানুষকে হারিয়েছে। আর আপনি যতটুকু ভালো, তার থেকেও ভালো একজন মানুষ আপনার জীবনে এসে আপনার জীবনকে পরিপূর্ণ করবে, ভালবেসে ভালবাসা দিয়ে আগলে রাখবে আপনাকে ।

তাই বলছি, আর কষ্ট না পেয়ে এগিয়ে চলোন আপনার স্বপ্ন পূরণের পথে। আর সঠিক সময়ে সঠিক মানুষটি আপনার জীবনে চলে আসবে। তাই নির্ভয়ে চলোন সামনের দিকে, এগিয়ে চলোন।

এই লেখাটি আপনার বা আপনার বন্ধুর উপকার লাগলে অবশ্যই কমেণ্টে জানবেন ৷

Treading

More Posts