মেয়েদের প্রেমে ফেলার কিছু সহজ উপায় | Love Tips Bangla
মেয়েদের প্রেমে ফেলার কিছু সহজ উপায় (Love Tips Bangla): এখনো দেখা যায় মেয়েরা ছেলেদের সাথে আগবাড়িয়ে কথা বলতে আসে না। তবে এটা ভাবা উচিত নয় তাদের কথা বলতে ইচ্ছা করে না। তারা যে এই আগে কথা বলতে পারে না এটা তাদের কাছে খুবই যন্ত্রণাদায়ক।
তবে মেয়েরা মনে মনে ভাবেন যে তাকেও কোনো ছেলে পছন্দ করবে এবং সে কথা তাকে এসে বিনা দিধাই বলবে ৷
আপানাকে শুধু চালাকির সংগে মেয়েটিকে বলতে হবে এবং আপনি যে মেয়েটিকে পছন্দ করেন তাকে বুজাতে হবে ৷
কিন্তু তার আগে আপনাকে এটা বুজতে হবে আদৌ কি মেয়েটি আপনাকে ভালোবাসার জন্য রাজি আছে কি না, আপনাকে সে পছন্দ করেন কি না ৷ কোনো অচেনা মেয়ে আপনাকে পছন্দ করলে আপনি সেটি কিভাবে বুজবেন ? বা কোনো মেয়ে আপনাকে ভালোবাসতে চাইলে সে কেমন ছিগনাল বা সংকেত দিবে বিস্তারিত জানতে এই পোষ্ট টি সম্পূৰ্ণ পড়ুন ৷
মেয়েদের প্রেমে ফেলার কিছু সহজ উপায়
আসুন দেখে নেওয়া যাক মেয়েরা আপনাকে পছন্দ করলে কি সংকেত দিয়ে থাকে (Love Tips Bangla):
Love tips bangla : 1 মেয়ে পটানোর উপায়
যদি আপনি এই সংকেত পেয়ে যান, কি সেই সংকেত? তাই মনে মনে ভাবছেন তো , মনে রাখবেন পুরুষের শরীরের একটি অংশ অধিকাংশ মেয়েদের মন গলে দেয়। কি সেটা? সেটা হল আপনার চোখ। অতএব প্রথম পদক্ষেপ হিসাবে নিজের দৃষ্টি ঠিক করতে হবে। আপনি দেখতে যেমন হন না কেন সেটা কোনো বেপার নই ৷
যদি আপনার চোখের ভালো দৃষ্টি থাকে তাহলেই হবে। কারণ চোখের দৃষ্টি প্রথমেই মেয়েটিকে আপনার প্রতি নজর দিতে সাহায্য করবে। আর অধিকাংশ ছেলেরা এই জায়গাতেই ভুল করে। আপনি হয়তো মেয়েটির দিকে তাকান কিন্তু তার পায়ের দিকে বা দেহের দিকে দৃষ্টি ফিরিয়ে নেন আর এইভাবে মেয়েটির আকর্ষণের রাস্তা থেকে ফিরে আসেন।
কোনো মেয়ের দিকে আপনি প্ৰথম তাকিয়ে চেষ্টা করবেন মেয়েটির চোখে আপনার চোখ মিলে গেছে ৷ তার পর খেয়াল রাখবেন ৩-৫ চেকেণ্ড চোখে চোখ মিলিয়ে রাখার পর আপনি একটি মুচকি হাঁসি মেরে অন্য কোনো দিকে না তাকিয়ে আপনি নিচের দিকে তাকাবেন ৷
Read Also :
👉ফেসবুকে সুন্দরী মেয়ে পটানোর এস এম এস
Love tips bangla : 2 মেয়েদের প্রেমে ফেলার সহজ উপায়
এখন মেয়েটির কাছ থেকে ফিডব্যাক পাওয়ার অপেক্ষা। যখন সে মনে করবে কেউ তাকে পছন্দ করছে। এই কথাটি মনে হওয়ার পর কোন মেয়ের পক্ষে অসম্ভব কোনরূপ প্রতিক্রিয়ার না করে স্থির থাকা। এখন কিভাবে বুঝবেন মেয়েটির আপনার সাথে কথা বলতে ইচ্ছুক কিনা।
চোখের দৃষ্টি হয়ে যাওয়ার পর যদি দেখেন সেই মেয়েটি আপনার দিকে একটু আগ্ৰহের সাথে হাঁসি মুখে তাকিয়ে একটু অন্য দিকে ঘুরে দাঁড়াবে বা তাকাবে তাহলে আপনার বুজে নিতে হবে আপনার সাথে কথা বলতে মেয়েটি ইচ্ছুক ৷ কিন্তু এমনো হতে পারে মেয়েটি আপনাকে দেখে রাগ দেখালো বা আপনাকে তেমন কোনো ছিগনাল দিলোনা তাহলে ভাই বুজে নিবেন মেয়েটি কোনো সমস্য়াই আছে বা আপনার প্ৰতি আগ্ৰহি নয় ৷
Love tips bangla : 3 অপরিচিত মেয়ে পটানোর উপায়
যদি দেখেন যে মেয়েটি তার চুল বা কানের দুলের এর সাথে খেলা করছে বা তার পরিধেয় পোষাক ঠিক করছে। তার মানে মেয়েটির আপনাকে ভালো লেগেছে আর আপনার সাথে কথা বলতে ইচ্ছুক ৷
Love tips bangla : 4 রাস্তাঘাটে মেয়ে পটানোর উপায়
এই পর যখন আপনি বুঝে গেলেন মেয়েটি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক। আপনি সাথে সাথে সাহস নিয়ে কথা বলার জন্য আগবেরে যান এবং কথা বলা শুরু করুন। দেখবেন এমন কিছু টপিক নিয়ে কথা বলবেন মেয়েটি যেন অস্বস্তিতে না পর।
Love tips bangla : 5 রাস্তাই দেখা মেয়েকে পটানোর উপায়
মেয়েটিকে বৰ্তমান সময়ের পরিবেশ বা কোনো একটা ভালো বিষয় নিয়ে কথা বলোন এবং একটি দুইটি হাঁসি উঠানো কথা বলোন বিষয়ের সংগে মিল রেখে ৷ যখন মনে হবে মেয়েটির আপনার প্ৰতি আকৰ্ষণ বারছে আপনি তাকে আপনার ফোন নম্বৰ টা দিন বা তার ফোন নম্বৰ টা নিন ৷ তার পর তাকে বলুন আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমি একটু কাজে এসেছিলাম এখন চলে যাব ৷ ফোনে কথা হবে, এখন আসি….. ৷
রাস্তাঘাটে মেয়েকে ইমপ্ৰেছ করার ডাইলগ-
“আপনি – ধন্যবাদ
মেয়ে – কেন?
আপনি – আমার লাইফে অসম্ভব সুন্দর এবং স্পেশাল একটি দিন উপহার দিয়ার জন্য।
মেয়ে – মানে?
আপনি – আপনাকে দেখার পর থেকে আজকের দিনটাকে আমার অনেক স্পেশাল লাগছে।”
রাস্তাই মেয়ে ইমপ্ৰেছ করার ডাইলগ-
আপনি – “আপনার বাড়ি কি পরির দেশে?”
তখন মেয়ে বলবে – “মানে?”
আপনি বলবেন – “সরি। আসলে আপনি পরির মতো সুন্দর তো তাই ভাবলাম আপনি পরির দেশ থেকে এসেছেন।”
এই ডাইলগ গুলো শুনার পর মেয়েরা এতো খুসি হবে আর আপনার সাথে কথা বলতে বলতে ঘণ্টার পর ঘণ্টা চলে যাবে আপনিও বুজবেন না সেও বুজবেনা শুধু আপনাকে কথা বলতে জানতে হবে সাজু গুজু করে ৷
Love tips bangla : 6
মেয়েটির সংগে ফোনে কথা বলবেন আর চেষ্টা করবেন সে যেন আপনাকে বিশ্বাস করে এবং আপনার সাথে কথা বলে যেন তার মনটা অনেক খুসি হয় ৷ তাই দেখবেন সে আপানাকে ভালোবাসতে শুরু করবে এবং আপনাকে আর বেসি বেসি সময় দিবে ৷
Love tips bangla : 7
এর পর আপনার তাকে একটি সুন্দৰ গিফ্ট দিতে হবে যাতে সে আপনাকে মনে করে যে আপনি তার আপনকেও ৷ আপনার প্ৰতি তার মন থেকে যত শ্ৰদ্ধা এবং ভালোবাসা জন্মাবে ততো বেসি সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ৷
Images Credit : Pixels.com
এই টিপচ্ গুলো ফলো করুন মনযোগ সহকারে এবং নিজের উপর বিশ্বাস রাখুন এবং সাথে ধৰ্য্য ধরুন ৷ এই লেখাটি ভালো লাগলে আপনার বন্দুর সংগে শেয়াৰ করুন ৷