দুষ্টু মিষ্টি ভালোবাসার SMS| Love SMS for Girlfriend

দুষ্টু মিষ্টি ভালোবাসার SMS

আপনি কি ভালোবাসার মানুসের সাথে দুষ্টমি করে এসএমএস বা অভিমানী ও হাসির রোমান্টিক ম্যাসেজ করে তার মনটা খুশিতে ভরে দিতে চান? তাহলে আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইটে নতুন ভালোবাসার দুষ্টু মিষ্টি এসএমএস কালেক্শন পাওয়া যায়। এখান থেকে মেসেজ নিয়ে আপনার প্রিয়জনকে পাঠিয়ে তাকে খুব সহজেই খুশি করতে পারেন।

Love SMS for Girlfriend:

আমি তোমার মনে নয় বরং তোমর হৃদয়ে থাকব।
মন ভুলে যেতে পারে, হৃদয় সবসময় মনে রাখবে।
আমি তোমাকে ভালবাসি প্রিয়।

একমুঠো ভালোবাসা একমুঠো সুখ,
যেন খুজে পাই, দেখে তোমার মুখ।
আমার জোসনা রাতের ফুল,
তোমায় আমি দেখবো বলে, হয়ে আছি বেকুল।

যতো ভালবাসা পেয়েছি, তোমার কাছ থেকে।
কি জানি, তোমার মধ্যে কি আছে।
কেনো যে এ মন চায়, তোমাকে আরো বেশি করে কাছে পেতে।

তুমি সবচেয়ে চমৎকার, সুন্দর,
সংবেদনশীল এবং অশ্চর্য।
তুমিই আমার সব।

পুরো পৃথিবীকে ব্রেকআপ দিবো।
শুধু একবার বল, ভালোবাসিস আমায়?

একটি প্রহর যেন ১টি বছর,
যখনই পাইনা প্রিয় তোমার খবর।

ভালোবাসার সবটুকু রং ছড়িয়ে দিলাম একসাথে,
তুমি রাঙ্গিয়ে নিও তোমার মন,
অবুঝ এ মনের স্বপ্নগুলো উড়িয়ে দিলাম বাতাসে
তুমি সাঁজিয়ে নিও তোমার জীবন।

আমাদের সম্পর্ক টম এবং জেরির মতো।
আমরা একে অপরকে জ্বালাতন করি,
একে অপরকে তাড়া করি,
একে অপরের সাথে রাগ করি ,
একে অপরকে বিরক্ত করি কিন্তু
আমরা একে অপরকে ছাড়া থাকতে পারিনা।

দিন যায় দিন আসে,
সময়ের স্রুতে ভেসে,
কেউ কাদে কেউ হাসে,
তাতে কি যায় আসে,
খুঁজে দেখো আসে পাশে,
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে।

আমি তোমার প্রতি আমার ভালবাসার বর্ণনা দিয়ে হাজার হাজার কবিতা লিখতে পারি
তবে শব্দ দিয়ে আমার ভালবাসা প্রকাশ করে শেষ হবে না।

জীবনে অনেকবার প্রেমে পড়েছি।
কিন্তু প্রতিবার, এটি তোমার সাথে ছিল!

হাজার তারা চাইনা আমি,
একটা চাঁদ চাই,হাজার ফুল চাইনা আমি একটা গোলাপ চাই
হাজার জনম চাইনা আমি একটা জনম চাই
সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই।

তুমি যদি হও পাখি
আমি হবো ডানা,
অচিন দেশে পাড়ি দেবো
শুনব নাকো মানা,
মনি-মুক্তা নিয়ে আসবো
আমার ডানায় করে।
তা দিয়ে সাজাবো তোমায় আমার
মনের মতো করে।

ছায়ার মত থাকব আমি শুধু তারি পাশে।
যে আমাকে নিজের থেকেও বেশি ভালবাসে।

আমরা একে অপরের সাথে যতবেশি সময় কাটাচ্ছি,
ততই আমি তোমার প্রেমে পড়েছি।

তোমার স্বপ্ন না দেখে একটা রাতও ভাবতে পারি না,
তোমার কথা না ভেবে একটা দিনও থাকতে পারি না।
তোমাকে ভালোবাসতে না পেরে এক মুহুর্তেরও চিন্তা করতে পারি না।

আমি নিখুঁত প্রেমিক নাও হতে পারি।
তবে তোমার প্রতি আমার ভালবাসা সবার কাছে সত্য।
তুমি আমার জীবনের প্রতিটি সুন্দর মূহুর্তের কারণ।

লক্ষ তারা রাতের আকাশ জ্বলতে পারে।
তবে একটি একক হাসি কারও পুরো মহাবিশ্বকে আলোকিত করতে পারে।
সেটা হলো তোমার হাসি।

চাঁদ কে ভালবাসি
রাত পর্যন্ত
ফুল কে ভালবাসি
সুবাস পর্যন্ত
কিন্তু। তোমাকে
ভালবাসি ভালবাসবো
শেষ নিশ্বাস পর্যন্ত।

আমি হয়তোবা সত্যটা তোমাকে বলতে পারব না।
সত্য কথাটি হলো, তুমি শুধু আমার প্রিয় একজন নন।
তুমি আমার একমাত্র, আমার প্রথম ভালোবাসা।

এই পৃথিবীর কোনও কিছুই আমাকে তোমার কথা চিন্তা করতে বাধা দিতে পারে না।
আমার হৃদয়ে তোমার স্থানটি এই পৃথিবীতে কেউ নিতে পারে না।

আমাদের ভালবাসা গোলাপের মতো,
বসন্তে ফুল ফোটে।
সময় বাড়ার সাথে সাথে এটি বাড়তে থাকে।
এটি সূর্যের মতো চিরন্তন।
তোমাকে অনেক ভালোবাসি।

তোমাকে ভালবাসা আমার দুর্বলতা নয়।
এটি আমার বৃহত্তম শক্তি এবং আমার সবচেয়ে বড় আত্মবিশ্বাস।

তুমি বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে
মনে হয়-আকাশের বুকে যেন জল ছবি
একে যায় তুমি হাসলে বুঝি মনে হয়,
স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয়।

Treading

More Posts