মেয়েদের সাথে মজা করার এস এম এস ৷ প্রেমে পাগল করার মত সকল এসএম এস
মেয়েদের প্রেমে পাগল করা নিয়ে ( how to impress your crush ) আমাদের এইবারের আয়োজন। একটি মনের মানুষ পাওয়া টা খুব কষ্টের ব্যাপার আর যদি তা পাওয়ার ছুটে যায় তা তো অনেক কষ্টকর হওয়ার কথা , তাই এবার মনের মানুষ কে বেশি বেশি নিজের প্রেমে পাগল করে নিন এই মজাঁর হাসি ঠাট্ৰার এস এম এস গুলো শেয়ার করে ৷
ছেলে মেয়ে👦👧গুলোর ঢং দেখলে বাঁচা যায় না
ছেলে বলে 👦তুমি না খেলে আমি খাবো না
মেয়ে 👧বলে তুমি না খেলে 🍛আমি খাবো না
অথচ ২জনেই 🍛খেয়ে বসে💺আছে!!
আমি তোমার প্রতি 😍 আমার ভালবাসার 💖বর্ণনা দিয়ে
হাজার হাজার কবিতা📝 লিখতে ✍পারি তবে শব্দ দিয়ে
আমার ভালবাসা💕প্রকাশ🗣 করে শেষ হবে 🤞না।
টাকা 💵দিয়ে ১টা লিপস্টিক💄,
কিনে ৬জন👩👩👧👦মিলে ঠোঁটে 💋ঘষা,
১মাত্র মেয়েদের👧পক্ষেই সম্ভব !!
চিকন 👧মেয়েদের দেখলে মশাও 🦟
মনে করে রক্ত 🩸খাব নাকি🦟🥰দিব !!
৩ দরনের মানুষের সাথে তর্ক করতে নেই!
১:মেয়ে 👧মানুষ,
২:মহিলা 👧মানুষ,
৩:বেডি 👧মানুষ,
কিছু কিছু মেয়ে 👧এতটাই কিপটে হয় যে,
লিপস্টিক 💄লাগানোর সময়-
১টা ঠোটে লাগিয়ে👄“পপপ পপপ”-
করে অপর ঠোঁটে 💋লাগিয়ে নেয় !
সব মাইয়ারা👧খারাপ
হয় না রে 👦পাগলা,
কিছু মেয়ে খুব😆খারাপও হয় !!
ছেলে👦হয়ে জখন জন্ম👶নিছি,
মেয়েরা 👧গোপনে তাকাবেই,
জাক এটা কোন ব্যাপার😆নাহ !!
বাজারে স্মার্টফোন📱আসার পর থেকে-
২টা জিনিস বিলু্প্ত হয়ে গেছে।
১. চিকন পিনের 🔋চার্জার।
২.সিঙ্গেল👧মেয়ে।
Read Also :
👉ফেসবুকে সুন্দরী মেয়ে পটানোর এস এম এস
👉মেয়েদের প্রেমে ফেলার কিছু সহজ উপায়
মেয়েটি 👧বলিছিলো,
বিয়ের পর 💑তোমাকে আকাশের মত
ভালোবাসবো 🥰!!
বোকা ছেলেটি👦জানতো না,
আকাশ 👦মেয়েটির ১ম স্বামী😯ছিল !!
I Wish 🤲!!
এই পোস্টটি যে মেয়ে 👧পড়তেছে
সে যেন আমার👰বউ হয় !!
ছেলেদের 👦সম্মান করো
এমন মেয়ে 👰আছো নাকি?
থাকলে সাড়া দাও ।
তোমাদের চাঁদ 😇মুখ খানা দেখতে👀চাই !!
১টা সুন্দরী 👧মেয়ে কোন দিনিই,
জানতে ❌পারে না,
বিয়ের 💑আগে সে কত-
ছেলের👦যে ভাবী👰হয়।
সালার আমি ঠোটে 💋
ভ্যাসলিন লাগালে ২ মিনিটেই খেয়ে ফেলি,
But মেয়ে👧রা লিপষ্টিক💄দিয়ে-
সারা-দিন কিভাবে🤔থাকে !!
পৃথিবীতে সবচেয়ে🤔নির্লজ্জ-
হল সাবান 🧼!
শালার ছেলে-মেয়ে👧👦সবার সাথে-
শারীরিক 💘সম্পর্ক আছে !!
ভাবছি 🤔
রাতে 🌃জুতো👞পরে ঘুমাবো
কারণ স্বপ্নে🌃অনেক জায়গায়
যেতে হয়..তো
গতকাল রাতে শশুর বাড়ি চরে🚶♂️গিয়েছিলাম
খালি পায়ে…🤭।
ছেলেকে 👦জীবন দাও🚵🏿♂️বাইক নয় ,
মেয়েকে শিক্ষা 👨⚕️দাও 📱মোবাইল নয়,
রাস্তা 🛣দিয়ে যাওয়ার🏃♀️সময়
সাইড দিও, জ্ঞান নয়!!
পড়ালেখা 📖করে যদি
মুখ উজ্জ্বল 👰করা যায়,
তাহলে মেয়েরা 👩এতো ফেয়ার এন্ড
লাভলী আর ফেসওয়াস লাগায় কেনো?
মেয়েদের জন্মগত 👶অভ্যাস
নিজের চেয়ে!!
সুন্দরী👧কোনো মেয়ে 👩দেখলেই
বলবে!
ঢং কত😏!!
যে মেয়ে 👧নিজেকে ভাবে-
আলিয়া !
তার কপালে জোঠে এক👦🏿কালিয়া ,
ওদের 👧জন্য জোরদার👏🏿তালিয়া!!
মেয়েরা ২টা জিনিসে খুব-
এক্সপার্ট!!
১. আগুন🔥লাগাতে !!
২. ভাইয়া👦বানাতে!!
সাবানের 🧼সব বিজ্ঞাপন গুলো তে
মেয়েরাই 👧অভিনয় করে আমি !
ভাবী দুনিয়ার🌎যত ময়লা !
কি মেয়েদের😀শরীরেই থাকে!!
মধ্যবিত্ত পরিবারের 👦ছেলেরা-
পকেটে হাত দিয়ে হাঁটে-
স্টাইল 👖করার জন্য নয় !
পকেটে ২০ টাকা💵আছে-
সেটা যেন হারিয়ে না❌যায় সেই জন্য !!
বেকায়দা 😁হাসি পায়,
যখন শুনি🙉১জন
আরেকজনকে💏ছাড়া বাচবে ❌নাহ !!
বাচ্চাদের👶থেকে 📱মোবাইল!
আর মেয়েদের👧থেকে মন-
দূরে রাখবেন !
কারণ ২জনই গেম🎮
খেলার ধান্দায় 😢থাকে !!
গরীবের নুন 🧂আনতে
পান্তা 🍚ফুরায়
আর বেকারের👧বৌ 👰আনতে
যৌবন 👴ফুরায়।
কিছু কিছু মাইয়া👧এমন ভাবে-
সেজেগুজে পরীক্ষা📑দিতে যায় যে,
নিজে তো ফেল 📉করবেই সাথে
১০-১২ টা ছেলেকে👦ও ফেল✔করিয়ে ছাড়বে!!
ভাগ্যিস চেহারাটা👦🏿খারাপ
না হলে আমার জন্য কত 👧মেয়ে
হাত কাটত ✋🩸তাঁর ঠিক নেই !!
স্ত্রী👱♀️আর ইস্ত্রির🧇
মধ্যে এক আজব😟মিল আছে
ইস্ত্রি গরম হলে জামা,👖👚প্যান্ট সোজা হয় ।
আর স্ত্রী গরম হলে স্বামী👨সোজা হয় ।
প্রেম করে💘সবাই💔ধোঁকা
খায়না❌রে ভাই!
কেউ কেউ 🍼দুধু ও খায় !
যে সব ছেলেরা👦মেয়েদের👧
নিয়ে ঠাট্টা😂করে
তাদের কপালে🤞যেন দাজ্জাল😜বউ জুটে…
যে সব ছেলেরা 👦চ্যাট📨এ 👧মেয়েদের
সঙ্গে খুব সুন্দর 😘ভাবে কথা বলে,
তারা বাস্তবে মেয়েদের👧সামনে চোখ-
তুলে তাকাতেও 🤭লজ্জা পায়।।।
কি আর বলবো দুঃখের😢কথা
আমাদের মতো ভালো👦ছেলেদের
একটা গার্লফ্রেন্ড 👧জুটছে না
আর Gaজা 🚬খোর ছেলেগুলো
২টো- ৩টে 👧👧নিয়ে ঘুরছে ।
অবিশ্বাস্য👦হলেও এটাই সত্যি ।
আপনার 📱মোবাইলটি এখন
আপনার ডান 👉হাতে।
ছেলেরা 👦বিয়ের সময়
মুখে রুমাল🤭দিয়ে থাকে কেনো ?
যাতে কোন মেয়েরা👧বলতে না পারে
এই ছেলে টা তো এই👦মেয়ের জামাই ।
বিয়ে 👰নিয়ে সবার সাথে 😝আলোচনা করুন
বিয়ে 👰ইবাদত
কোনো লজ্জার কাজ নয়।
মেয়ে 👧পটানোর জন্য
ছেলেরা 👦যে পরিমান মিথ্যা বলে!
ওই রকম মিথ্যা কথা নির্বাচনের
আগে কোন মন্ত্রীও🙊বলে না ।
আশা করি এই এস মেস গুলো আপনাদের ভালো লেগেছে ৷ আপনি এই রখম আর এস মেস এবং ভালোবাসা সম্পৰ্কিত কাহিনী , টিপছ জানার জন্য নিয়মিত আমাদের এই ওয়েবসাইট ভিজিট করবেন ৷