How to impress anyone | কাউকে ইমপ্রেস করার উপায়

How to impress anyone

মানুষের মন পাওয়া খুব সহজ কাজ নয় ৷ কাউকে দিয়ে আপনার কাজ করানো অনেক কষ্টের কাম ৷ কিন্তু আপনি যদি তাকে ইমপ্রেস করতে পারেন আপনার আধা কাজ তো হইয়েই ৰইলো ৷ আপনি চাইলেই (How to impress anyone) কাওকে ইমপ্রেস করতে পারেন যদি চালাকির সাথে কিছু উপায় মেনে চলুন ৷ তা অবশ্যই আপনাকে ভালোবাসা আন্তরিকতা সহিতে করতে হবে ৷ ভালোবাসা একটা বিশেষ শক্তি স্বরূপ।

কাউকে ইমপ্রেস করার উপায় জানার আগে জানতে হবে কেনো কাউকে ইমপ্রেস করতে হয় ? আপনাকে কেউ তেমন পছন্দই করে না। যেমন ধরুন বেস্ট ফ্রেন্ড, বয় ফ্রেন্ড, গার্ল ফ্রেন্ড। এমনকি যে আপনাকে সব থেকে ভালো বোঝে সেও আপনাকে ইগনোর করতে শুরু করে।

যদি এই সব সমস্যার সমাধান পেতে চান তাহলে এই লেখাটি শেষ অবদি পঢ়ুন এবং উপায় গুলি ফলো করবনে ৷ যেগুলো আপনাকে অন্যের কাছে একজন হিরো হিসাবে গড়ে তুলবে। তো চলুন কাউকে ইমপ্রেস করার উপায় গুলি জানি ৷

কাউকে ইমপ্রেস করার উপায় নাম্বার ১:

মানুষকে খুশি করুন :

মানুষ মাত্রই অনুভূতিপ্রবণ। তারও সংবেদনশীল মন আছে। মানুষের মনের ভিতর যে সুপ্ত বাসনা ভাবনা আছে। তা প্রত্যাশিত ব্যবহার পেলেই মানুষ খুশী হয়।
তাই মানুষকে প্রভাবিত করতে চাইলে। তার সাথে সব সময় প্রত্যাশিত ব্যবহার করুন। কিন্তু সেটা কিভাবে করবেন –১)ব্যতিক্রম কিছু করুন, ২) আন্তরিক ভাবে প্রভাবিত করার চেষ্টা করুন, ৩) দুর্বল জায়গায় আঘাত করবেন না। ৪) ভালো কাজে মোটিভেট করুন ৷ ৫) তার পছন্দের জিনিস কি কি জানর চেষ্টা করুন ৷
সাধারনত মানুষেরা লোক দেখিয়ে যা করেন তার পিছনে নিজের স্বার্থ ও সুবিধা জড়িয়ে থাকে। অন্যের কথা কখনোই চিন্তা করে না। কিন্তু কাউকে প্রভাবিত করতে চাইলে এই সব করা বন্ধ করুন।

কাউকে ইমপ্রেস করার উপায় নাম্বার ২:

যথাযথ সম্মান প্রদর্শন করুন:

সকল বিশেষজ্ঞের মতে সঠিক সময়ে সম্মান প্রদর্শন করা একটি মহৎ গুণ। কিন্তু আমরা অনেকেই কিভাবে কাউকে সম্মান দেখাতে হয় সে বিষয়ে জানিনা।
যার ফলে অনেক সময় আমাদের অনেক প্রবলেমে পরতে হয়। কাওকে সন্মান দিলে সেও আপনাকে সন্মান দিবে আর আপনি কাওকে গালা গাল দিলে সেও সেটাই করবে ৷ মাজে সময়ে আপনিও আগে আগে কিছু করুন ৷ যেমন ধরুন আপনাকে সকালে উঠেই কেও Good Morning sms দে সেই কামটা আপনিও মাজে সময়ে আগে করবেন ৷ এই ধরনের ছুট ছুট কাজ করেও আপনি প্ৰিয় হতে পারেন ৷ রিসার্চ বলছে, মিশুক ব্যাক্তি তিনি, যিনি আপনার সঙ্গে অন্যের ব্যাপারে কথা বলেন। বোরিং হচ্ছেন তিনি যিনি আপনার সঙ্গে নিজের ব্যাপারে কথা বলেন এবং একজন বুদ্ধিমান ব্যক্তি হচ্ছেন তিনি যিনি আপনার সঙ্গে আপনার ব্যাপারে কথা বলেন। তাই কাউকে প্রভাবিত করার সেকেন্ড পদ্ধতি হচ্ছে তার সাথে কথা বলার সময় যতোটুকু সম্ভব তার ব্যাপারে কথা বলার চেষ্টা করুন এবং সেটা স্পষ্ট সঠিক ও সংক্ষিপ্ত আকারে।

Related Post:

👉ফেসবুকে সুন্দরী মেয়ে পটানোর এস এম এস 

👉সুন্দরী মেয়ে পটানোর টিপছ্

কাউকে ইমপ্রেস করার উপায় নাম্বার ৩:

যত্নবান হওয়াঃ

আপনি মানুষের প্ৰতি যত্নবান হতে হবে ৷ আপনি মানুষকে ভালোবাসতে হবে ৷ অন্যের থেকে বেশি যত্ন যদি কাওকে করেন যে আপনাকে ছাড়া বুজবেনা ৷ তার সাথে বন্ধু হতে হবে ৷ তার মন কে বুজার চেষ্টা করা লাগবে ৷ আর পারলে আপনি তাকে তার পছন্ধের জিনিস দিয়ে বিস্ময় করুন ( সারপ্ৰাইছ করুন ) ৷

কাউকে ইমপ্রেস করার উপায় নাম্বার ৪:

নিজের প্রতি মনোযোগী হন:

কাউকে প্রভাবিত করার সবথেকে সেরা এবং important উপায় হচ্ছে, সবার আগে নিজের প্রতি মনোযোগী হওয়া। নিজেকে স্মাৰ্ট দেখান ৷ সাজ পোসাক, আপনার জ্ঞান উন্নত করুন , বাড়ান ৷ কোন অবস্থায় কাউকে ইগনোর করে চলে যাবেন না।
যেমন কোন একজন ব্যক্তি বলেছিলেন “small and big work is work” ছোট হোক বা বড় কাজ কাজই। নিজের কাজকে অসম্মান করে দেখবেন না। যদি আপনার পেশা হয় শিক্ষকতা।
তবে আগে আপনার নিজের জ্ঞান বৃদ্ধি নয় অন্যকে শিক্ষা দিয়ে তার প্রমাণ করুন।

কাউকে ইমপ্রেস করার উপায় এইসব যদি আপনি সঠিকভাবে ফলো করে কাউকে প্রভাবিত করা শিখে ফেলতে পারেন তাহলে যেকোনো জায়গায় সাকসেস হওয়ার বেড়ে যাবে।

এটা আমার কথা না। রিসার্চ বলছে সাকসেস হতে হলে সবার আগে পরিচিতি লাভ করুন। আর সেটা পাওয়ার একমাত্র উপায় কাউকে প্রভাবিত করে।

Treading

More Posts