100+ Bengali love Shayari to impress a girl | মনের ভালবাসার কথা 🥰
এখানে আপনার মনের কথা আপনার ভালোবাসার মানুষটিকে বলার কিছু (Bengali love shayari to impress a girl) , Bengali love shayari, Bangla love sms (ভালোবাসার এসএমএস) শেয়ার করেছি আপনি এইসব ফটো বা এসএমএস আপনার মানুষটিকে দিয়ে তাকে আপনার প্রেম বা ভালোবাসার মানুষ হিসাবে পেতে পারেন 🥰!
মনের মাঝে প্রেম
প্রেমের মাঝে জীবন
জীবনের মাঝে আশা
আশার মাঝে ভালবাসা
আর সেই ভালোবাসার মাঝে
শুধুই তুমি
Article Contents
😍Bengali love Shayari🥰

ইচ্ছে হলে মনে রেখো
ভুলে যেও না
মনে পড়লে কথা বলো
অভিমান করো না
ভুল হলে ক্ষমা করো
রাগ করোনা
দুঃখ পেলে জানিয়ে দিও
লুকিয়ে রেখোনা
চুপি চুপি বলছি তোমায়
কাউকে বলো না
এত সুন্দর লাগছে তোমায়
হয়না তুলনা
কি সুন্দর ঠোট তোমার
কি সুন্দর আঁখি
যে দেখবে সে বলবে
আমি তোমায় ভালোবাসি
মন হারা পাখি আমি
একা একা থাকি
নিরবে বসে শুধু তোমার কথা ভাবি
রাস্তার ধারে ধান গাছ
লম্বা লম্বা শীষ
তোমায় যদি কাছে পেতাম
খেতাম একটা কিস
বন্ধু তুমি কতদূরে
তোমায় শুধু মনে পড়ে
একটু যদি সময় পাও
মিষ্টি একটা এসএমএস দাও
জানি তুমি অনেক বিজি
চেষ্টা করলে সব ইজি
বাসবো ভালো তোমায় আমি
মনের মত করে
রাখবো তোমায় বুকের মাঝে
অনেক আদর করে
তুমি হবে চোখের মনি
আমার মুখের ভাষা
তোমায় নিয়ে হাজার স্বপ্ন
হাজার ভালোবাসা…!
Heart touching true love shayari

জানিনা কেন এত ভাবি শুধু তোমায়
জানিনা কেন এত মনে পড়ে তোমায়
জানিনা কেন এত দেখতে ইচ্ছে করে তোমায়
শুধু জানি আমার এই অবুঝ মন
অনেক ভালোবাসা তোমায়
ফুল ফুল করো না
ফুল আমি দেবনা
ফুল যদি পেতে হয়
ভালোবাসা দিতে হয়
ভালোবাসা দিয়ে দাও
ফুল তুমি নিয়ে নাও
ফুলনিয়া চলে যাও
লাভ ইউ বলে দাও
তোমার হয়ে আছি আমি
তোমার হয়ে থাকবো
সারাটা জীবন তোমায়
আমি ভালবেসে যাব
পাশে থেকো সারাটা জীবন
দূরে যেওনা
তোমায় ছাড়া একটুও আমার
ভালো লাগেনা
একটি গাছে দুটি পায়রা
পায়রা দুটি সাদা
তোমার আমার ভালোবাসা
সাত পাকে বাঁধা
Love shayari for girls

তোমার সাথে কথা না বলে
থাকতে পারিনা
এই জন্য তো সব সময়
তোমায় এসএমএস করি
তুমি রাজি থাকলে প্রেম করবো
তুমি রাগ করলে কিস করবো
তুমি দূরে থাকলে মিস করবো
তুমি যদি না বুঝ
বুঝবে আমায় কে
তুমি যদি পর ভাবো
আপন ভাববে কে
তুমি যদি কষ্ট দাও
সুখ দিবে কে
তুমি যদি ভুলে যাও
মনে রাখবে কে
বিশ্বাস ছাড়া
ভালোবাসা হয় না
যাকে বিশ্বাস করতে
পারবেনা
তাকে ভালবাসতে
যেওনা
মনে রেখো বাচাঁর মত
দরকার নিঃশ্বাস
আর ভালোবাসার জন্য
দরকার বিশ্বাস
ফুলের বুকে মধু থাকে
নদীর বুকে ঢেউ
বন্ধু ছাড়া এ জীবনে
নেই যে আর কেউ
আকাশের বুকে চাঁদ থাকে
চাঁদের বুকে আলো
তুমি ছাড়া কেমন করে
থাকি বন্ধু ভালো
ও চাঁদ
তোমার মত একটি চাঁদ
আমারও আছে
তুমিতো থাকো বহুদূরে
কিন্তু সে থাকে আমার
হৃদয় জুড়ে
How to impress a girl in bangla

পাগল ছাড়া দুনিয়া চলে না
পাগলি ছাড়া ভালোবাসা হয় না
গভীর রাতে স্বপ্নের মাঝে
দেখি তোমার ছবি
সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি
ভাবতে আমার ভালো লাগে শুধু তোমাকে
তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি
আমাকে
তুমি আমার জীবনে
এমন একজন
যাকে কিভাবে পেয়েছি
জানতে চাই না
কিন্তু তাকে এখন কোনো
ভাবে হারাতে চাইনা
ইচ্ছে হলে মনে রেখ
ভুলে যেওনা
মনে পড়লে কথা বলো
অভিমান করো না
ভুল হলে ক্ষমা করো
রাগ করো না
দুঃখ পেলে জানিয়ে দিও
লুকিয়ে রেখোনা
তুমি আমার কেমন বন্ধু
নাওনা আমার খোঁজ
তোমার সাথে কথা বলতে
ইচ্ছে করে রোজ
কথা বলার সুযোগ যদি
নাইবা তুমি পাও
চ্যাট করে এই বন্ধুটির
একটু খবর নাও
মনটা দিলাম তোমার হাতে
যত্ন করে রেখো
হৃদয় মাঝে ছোট্ট করে
আমার ছবি এঁকো
স্বপ্নগুলো দিলাম তাতে
আরও দিলাম আশা
মনের মতো সাজিয়ে নিও
আমার ভালোবাসা
Bengali love Shayari to impress a girl

হৃদয় জুড়ে আছো তুমি
সারা জীবন থেকো
আমার শুধু আপন করে
বুকের মাঝে রেখ
তোমায় ছেড়ে যাবো না তো
আমি অনেক দূরে
ঝড় তুফান যতই আসুক
আমার জীবন জুড়ে
ঘর সাজাবো আলো দিয়ে
মন সাজাবো প্রেম দিয়ে
চোখ সাজাবো স্বপ্ন দিয়ে
আর তোমায় সাজাবো আমি
আমার ভালোবাসা দিয়ে
আমার একটা বন্ধু ছিল
সুখ দুঃখের সঙ্গী ছিল
সকাল-বিকাল এসএমএস দিত
কেমন আছি খবর নিতো
হঠাৎ তার কি যে হলো
আমার কথা ভুলে গেলে
রক্তের সম্পর্ক ছাড়া
কেউ যদি তোমার জন্য কাঁদে
তাহলে বুঝে নিও সে
তোমাকে তার জীবনের থেকেও
বেশি ভালোবাসে
তোমাকে কতটা মিস করি
সেটার যদি জানতে
এই জীবনে নাই
পর জীবনে ও তুমি
আমাকে ভালবাসবে
স্বপ্ন দিয়ে আঁকি আমি
সুখের সীমানা
হৃদয় দিয়ে খুজি আমি
মনের ঠিকানা
ছায়ার মত থাকবো আমি
শুধু তার পাশে
যদি বলে সে
আমায় সত্যি ভালোবাসে
যারা একটু ভালোবাসা
পেলেই খুশি
তাদের কপালে দুঃখ
লেখা থাকে বেশি
সারাক্ষণ ভালো থেকো
ভালোবাসা মনে রেখো
দিনের বেলা হাসিমুখে
রাতের বেলা অনেক সুখে
নানা রঙের স্বপ্ন দেখ
স্বপ্নের মাঝে আমায় রেখ
যে তোমাকে খুব ভালবাসে
তাকে ধোকা দিও না
নিজেকে একবার প্রশ্ন করো
পৃথিবীতে এত মানুষ থাকতে
সে কেন
তোমাকে ভালোবাসলো
মানুষ যাকে সবচেয়ে বেশি
ভালোবাসা
ঘুম থেকে উঠে
তার কথায় আগে মনে করে
জানিনা সুখ কাকে বলে
শুধু জানি
তোর মুখটা একবার দেখলে
মনটা আনন্দে ভরে যায়
👉👉👇👇Read More:
Good Morning Quotes With Images Download HD
আকাশ ভরা
লক্ষ তারা
মিটিমিটি হাসে
ঘুমের ঘরে
স্বপ্নে দেখি তুমি
আমার পাশে
যদি বলো তোমার
কথা মনে পড়ে কতবার
আমি বলব চোখের
পাতা নড়ে যতবার
যদি বলো তোমায়
ভালোবাসি কত
আমি বলব
আকাশের তারা
আছে যত
এসএমএস হয়ে থাকবো আমি
তোমার হৃদয় জুড়ে
রিংটোন হয়ে বাজবো আমি
মিষ্টি মধুর সুরে
কখনো ভেবো না আমি তোমার
থেকে দূরে
বন্ধু হয়ে আছি আমি
তোমার নয়ন জুড়ে
চাঁদের মত মুখটি তোমার
ফুলের মতো হাসি
সত্যি করে বলছি আমি
তোমায় ভালোবাসি
True love heart touching love shayari

আমি তোমাকে খুব
ভালোবাসি
সোনা
যত দূরে যাওনা কেন
থাকবো তোমার পাশে
যেমন করে বৃষ্টি ফোটা
জড়িয়ে থাকে ঘাসে
সকল কষ্ট মুছে দেবো
দেব মুখের হাসি
হৃদয় থেকে বলছি তোমায়
অনেক ভালোবাসি
দুই বিড়ালে ঝগড়া করে
মাছ খাবার আশায়
তুমি আমি ঝগড়া করি
কিস খাবার আশায়
পৃথিবীর কোন দামি জিনিস
আমার প্রয়োজন নেই
আমার কাছে দামি মানে
শুধু তুমি
আমি শুধু তোমাকেই চাই
তোমাকে ধরে রাখার ক্ষমতা
হয়তো আমার নেই
কিন্তু তোমাকে সারা জীবন
ভালোবাসার ক্ষমতা আমার আছে
অভিমান করো তবু পর করো না
কাছে না আসো
তবুও হারিয়ে যেও না
দূরে থাকো
কিন্তু ভুলে যেওনা
ভালোবাসি তোমায় আমি
বোঝাবো কি করে শুধু জানি
তোমায় ছাড়া যাবো আমি মরে
গাছের পরান মাটি
আর আমার পরান তুমি
তোমার জন্য পৃথিবীতে
জন্ম নিলাম আমি
চাঁদকে ভালবাসি
রাত পর্যন্ত
সূর্য কে ভালবাসি
দিন পর্যন্ত
ফুল কে ভালবাসি
সুভাস পর্যন্ত
কিন্তু তোমাকে ভালোবাসি
এবং বাসবো
শেষ নিঃশ্বাস পর্যন্ত
কাউকে একবার মন থেকে
ভালোবেসে দেখো
দেখবে তাকে ছাড়া বেঁচে থাকাটা
মৃত্যুর চেয়েও কঠিন মনে হবে
তোর ছিলাম
আছি
থাকবো
যে যাই বলুক
শুধু তোকেই ভালোবাসবো
খুঁজিনি কারো মন
তোমার মন পাবো বলে
ধরিনি কারো হাত
তোমার হাত ধরবো বলে
হাঁটিনি কারো সাথে
তোমার সাথে হাঁটবো বলে
বাসিনি ভালো কাউকে
তোমাকে ভালোবাসি বলে
আজকে তুমি কষ্ট পেলে
কষ্ট পাবো আমি
তোমার মত কাছের মানুষ
কোথায় পাবো আমি
আজকে তুমি রাগ দেখালে
কষ্ট হবে তাতে
কালকে যখন চলে যাব
রাগ দেখাবে কাকে
ঘুম নেই দুটি চোখে
শুয়ে আছি একা
স্বপ্ন হয়ে আসো তুমি
দাওনা তুমি দেখা
বুকে আমার অনেক কষ্ট
নেই কোন সুখ
আজ দেখতে মন চায়
শুধু তোমার মুখ
একটি ছেলেকে
সঠিক পথে আনার জন্য
একটি মেয়ের
পবিত্র ভালোবাসাই যথেষ্ট
আমার হৃদয় সব সময়
তোমার ছিল তোমার আছে আর তোমারই থাকবে
তুমি আমার সেই খুশি
যে খুশিতে
আমি কাউকে ভাগ দেব না
ভালোবাসার জন্য হৃদয়
হৃদয়ের জন্য তুমি
তোমার জন্য আমি
আর আমার জন্য তুমি
আমি হারিয়ে গেলেও ভয় নেই
খোঁজার মতো কেউ নেই
আমি কষ্ট পেলেও ভয় নেই
বোঝার মতো কেউ নেই
আসছি একা
কাঁদছি একা
চলে যাবো ঠিক একদিন
একা
রং লেগেছে আমার মনে
জানিয়ে দিবে কে
এই জগতে সেই মানুষটি থাকলে
কেউ বলে দে
অনেক ভালোবাসবো আমি
কষ্ট দেবো না রে
সত্যি বলছি মরার আগে
খুলবো না আমি তারে
রাগের মাথায়
একমাত্র তাকে যাতা বলা যায়
যে নিজের থেকেও
আমাকে
বেশি ভালোবাসে !