মাত্র 5 মিনিটে মেয়ে পটানোর উপায় | Love Tips Bangla
বন্ধুগণ এতোদিন মেয়েকে নানান ভাবে পটানোর চেষ্টা করছেন। কিন্তু একটি মেয়েও আপনার কপালে জুটেনাই ৷ সেই চেষ্টাই মেয়ে পটানোর উপায় খুজেছেন কিন্তু সঠিক উপায় খুজে পাচ্ছেননা তাইলে আজকে কিছু নতুন ও 100%কার্যকারী “মেয়ে পটানোর উপায়” সম্পর্কে ব্যাখ্যা করবো এবং যার মাধ্যমে একটি মেয়েকে খুব সহজেই পটিয়ে ফেলতে পারবেন।
আজকে আমি মেয়েদের পটানোর সহজ 10 টি উপায় বা সম্পর্কে ব্যাখা করবো যার মাধ্যমে একটা মেয়েকে খুব সহজেই পটিয়ে ফেলতে পারবেন আপনি । মেয়ে পটানো কোনো কঠিন কাজ নয়। শুধু কিভাবে একটা মেয়েকে ফিদা করা যায় বা আপনার প্রতি আকৃষ্ট করবেন সে বিষয়ে সঠিক ধারনা থাকলেই চলবে। চলুন আর সময় নষ্ট না করে আমরা মেইন টফিক এ চলে যাই এবং একটা মেয়েকে কিভাবে আপনার প্রতি আকৃষ্ট করবেন বা খুব সহজেই পটাবেন সে সম্পর্ক জানবো

Article Contents
1) আকৃষ্ট করাঃ
মেয়ে পটানোর উপায় কথা ভাববার আগে ভাবতে হবে যে কিভাবে তাকে আপনার প্রতি আকৃষ্ট করবেন।
কারন একটা মেয়েকে পটাতে গেলেই আগে সেই মেয়েটাকে আপনার প্রতি আকৃষ্ট করা লাগবে। তাহলেই আপনি কাজটি সঠিকভাবে সম্পুর্ন করতে পারবেন আর অন্নথায় আপনার কাজটি হিতে বিপরীত হবে ৷
কিভাবে নিজের প্রতি আকৃষ্ট করবেন সেটা নিচে(↓) ধাপে ধাপে আলোচনা করা হবে।

Related Post:
👉ফেসবুকে সুন্দরী মেয়ে পটানোর এস এম এস
2) একটু কথা বলার চেষ্টা করবেনঃ
আপনি শুরুতেই মেয়েটির সাথে যেকোনো বিষয় বা যেকোনো ছলোনায় 2 থেকে 3 মিনিট কথা বলার চেষ্টা করবেন বা তার কম হলেও চলবে।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কেনো শুরুতে 2 থেকে 3 মিনিট কথা বলতে হবে?
এবং কথা বললেই মেয়েটি আমার প্রতি আকৃষ্ট হবে?
এখানে আমার উত্তর হবে “হ্যা” মেয়েটি আপনার উপর আকৃষ্ট হবে যদি আপনি সেই মেয়েটির সাথে মিষ্টি ভাষায় কথা বলতে পারেন। বা কথার মাঝে তার ছোট কিছু প্রসংশা করতে পারেন এবং কোনো বিষয় নিয়ে মেয়েটিকে যদি একটু হাসাতে পারেন।
যদি এই বিষয়গুলো মনোযোগ সহকারে করার চেষ্টা বা করেন তাহলে আপনি ভেবে নিন মেয়েটি 100% আকৃষ্ট হবেই হবে।
আর আগেই তো বলছি মেয়ে পটানোর প্রথম পথ হলো আকৃষ্ট করা। যদি আপনি উপরের কাজ গুলো সঠিকভাবে করতে পারেন তাহলে 100% শিয়র থাকেন মেয়েটি অবশ্যই পটবে ৷ তার পর জে পইন্ট ইম্পরটেন্ট সেটি হচ্ছে-

3) কথা বলার স্টাইলঃ
আপনাকে সুন্দর করে কথা বলার অভ্যাস করতে হবে।। আর এই সুন্দর করে কথা বলার জন্য আপনাকে অন্য কোনো ভাষা নতুন করে শেখার দরকার হবে না শুধু নিজের ভাষায় সুন্দর করে কথা বলার চেষ্টা করলেই হবে।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে “সুন্দর করে কথা বলার অভ্যাস করতে হবে কেনো??
আমি বলবো আপনি মনে হয় ভুলে গেছেন যে আপনি কাউকে আপনার প্রতি আকৃষ্ট করাতে চাচ্ছেন।
কারন এই বিষয়টা না ভুলে গেলে আপনার মনে এমন প্রশ্ন আসতো না।।
যাই হোক মেইন টপিক এ আসি সেটা হলো, একজন মানুষকে খুব সহজেই নিজের প্রতি আকৃষ্ট করা যায় সুন্দরভাবে কথা বলার মাধ্যমে। এখন কিভাবে সুন্দর করে কথা বলবেন বা কিভাবে সুন্দর করে কথা বলে মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করবেন। সেই বিষয়ে এই পোষ্টটি পড়ুন ৷

4) শৃঙ্খলা বজায় রাখাঃ
আপনি যে পর্যায় বা যে পরিস্থিতিতেই থাকেন না কেনো যদি কোনো মেয়েকে নিজের প্রতি আকৃষ্ট করাতে চান তাহলে সেই মেয়ের সামনে আপনাকে একটু গোছালো অবস্থায় থাকতে হবে।
যেমনঃ উচ্চসরে কথা বলবেন না বা চেচামেছি করবেন না।
কারণ রাগী আর বদ মেজাজী মানুষকে সবাই অপছন্দ করেন।
তাই সেই মেয়েটির সামনে নিজেকে একটু সামলে রাখার চেষ্টা করবেন। কখোনোই বাজে ভাবে রেগে যাবেন না বা শান্ত পরিবেশ নষ্ট করে অশান্ত করবেন না। শান্ত পরিবেশ রক্ষার জন্য নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন।
কিন্তু এই শান্ত থাকার উদ্দেশে আবার গাধার মতো চুপ করে কারো সাথে না মিশে এক জায়গায় বসে থাকলে সব শেষ।
কারণ শান্ত থাকার মানে এই নয় যে সবার থেকে আলাদা থাকতে হয়।সবার সাথে মিলে মিশে থেকেই নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন সবকিছু নিজের কন্ট্রোলে থাকবে ৷ আপনার বন্ধুর সাথে জেমন ভাবে কথা বলেন সেই একি রকম হাসি-মশকরা করে কথা বলার চেষ্টা করবেন ৷

5) হাসিখুশী থাকাঃ
মেয়েরাই নয় পৃথিবীর প্রত্যকটা মানুষেই হাসি খুশি থাকা মানুষগুলোকে একটু বেশীই পছন্দ করেন বা ভালোবাসেন।
আপনি বলতে পারেন যে হাসিখুশি থাকার উপর 60% নির্ভর করে মানুষের কাছে নিজেকে আকর্ষনীয় করা।
তাই কোনো মেয়েকে যদি নিজের প্রতি আকৃষ্ট করাতে চান তাহলে তার সামনে একটু হাসিখুশিই থাকার বেশি চেষ্টা করবেন। এতে দেখবেন খুব সহজেই মেয়েটা আপনার প্রতি আকৃষ্ট হবে।

6) ময়লা পোশাক পরিহারঃ
মানুষের পোশাক দেখেই মানুষকে বাহির থেকে নির্নয় করা যায় যে সে কতটা ভালো বা কতটা নোংরা।
তাই কাউকে যদি আপনার প্রতি আকৃষ্ট করাতে চান অবশ্যই ময়লা বা নোংরা পোশাক পরিহার করা লাগবে।
আমি বলতেছি না যে আপনাকে দামি দামি পোশাক পরতে হবে! বা প্রতিদিন নতুন নতুন পোশাক কিনতে হবে এবং নতুন নতুন পোশাক পরতে হবে!
শুধু বলছি, ময়লা পোশাক বা নোংরা পোশাক পরিহার করবেন।
আর এর জন্য ভালো কোনো ব্রান্ডের পোশাক প্রয়োজন হবে না সেটা নিম্ন কোনো কোয়ালিটির হলেও চলবে।
কারণ শুরু উচ্চ মানের পোশাক গুলোই যে সুন্দর হয় তা কিন্তু নয়।কারণ সেটাতেও যদি ময়লা থাকে সেটাও দেখতে অনেকটা বাজে লাগবে।
তাই শুধু আপনার পোশাক গুলো পরিস্কার রাখার চেষ্টা করবেন।
তার পরের টপিক হলো-

7) এলোমেলো চুল পরিহার করাঃ
নতুন করে বলার কিছুই নাই যে, এলোমেলো চুল অবস্থায় পৃথিবীর কোনো মানুষকেই কোনোভাবেই ভালো লাগে না।
তাই আপনাকে বলতেছি যে অবশ্যই এলোমেলো চুল পরিহার করবেন।
চুল বিভিন্ন স্টাইল করে না কাটলেও কোনো সমস্যা নাই শুধু আপনার চুল গুলো এলোমেলো করে রাখবেন না এতেই দেখবে মেয়েটা আপনার প্রতি আকৃষ্ট হবে।

8) ধৈর্যঃ
আপনি হয়তোবা জানেন যে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার ধৈর্য।
ধৈর্য না ধারণ করলে কোনো কাজে সুফলাফল পাওয়া সম্ভব না।আর এই ধৈর্য আপনার কাজে সুফল এনে দেয়।
তাই যেকোনো কাজে সুফল পাওয়ার জন্য আপনাকে ধৈর্য অবশ্যই করা উচিত। ঠিক এই বিষয়টাতেও ব্যাতিক্রম না। এখানেও আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং অল্পতেই ভেঙে পরলে আপনি কাজটি সঠিকভাবে সম্পুর্ন করতে পারবেন না।
আর আপনাকে কোনো ভাবেই উত্তেজিত হওয়া যাবে না। জেনে রাখেন যে আপনি উত্তেজিত হলে কখোনো এই কাজটি সম্পুর্ণ করতেই পারবেন না। তাই আপনাকে ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে।
আর তাহলেই আপনি এই কাজের সঠিক ও সুন্দর ফলাফল পাবেন।
পরিশেষে বলা যায় যে উক্ত কাজ গুলি যদি আপনি মনোযোগ সহকারে করেন তাহলে 100% আপনি তাকে আপনার প্রতি আকৃষ্ট করাতে পারবেন এবং আপনার 100% সফলতা নিচ্চিত।
Images Credit : Pixels.com
আজকের আলোচনার বিষয় ছিলো “মেয়ে পটানোর উপায়”এই পোস্ট টিতে কতোটুকু উপকৃত হলেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।আর ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনার মুল্যবান সময় ব্যায় করে আমাদের সাইট এ আসায় আপনাকে অসংখ্য ধন্যবাদ