2022 সালের সেরা ভালোবাসার কবিতা (Bengali love Shayari)

Love Poem

ভালোবাসার সম্পর্কটি একটি আজব সম্পৰ্ক যে এটি কথায় প্রকাশ করা যায় না। আপনি যখন কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন, তখন তা শব্দের মাধ্যমে প্রকাশ করা একটু কঠিন হয়ে যায়।

ত বে সরাসরি বলতে নাপারলেও আমরা পছন্দের মানুসটিকে ভালোবাসার কবিতা, ভালোবাসার এস এম স , Bengali love Shayari, Love Quotes আপনার ভালোবাসা প্রকাশ করতে সাহায্য করবে। এই লেখাটিতে দেওৱা দেওয়া আমাদের সেরা Bengali love Shayari এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার প্রেমিক বা প্রেমিকার কাছে আপনার মনের অনুভূতি প্রকাশ করতে পারবেন।

2022 Bengali love Shayari

নদীর পারে বসে আমি লিখছি কবিতা
দুই নয়নে ভাসে শুধু তোমার ছবিটা
মেঘলা আকাশ একলা আমি একলা আমার মন
ভাবছি কবে হবে তুমি আমার আপন জন

আমি চাঁদ চাইনা, সে উঠবে রাতে।
আমি রাত চাইনা, সে হারাবে প্রভাতে।
আমি ফুল চাইনা, সে ঝরবে দিনের শেষে।
চাই একটা সুন্দর মন,
যা কখনো ভুলবেন না আমাকে।

2022 সালের সেরা ভালোবাসার কবিতা (Bengali love Shayari)
ভালোবাসার এস এম স

তিনটি শব্দ, আটটি অক্ষর,
দুইটি স্পেস,পাঁচটি ভাওয়েল,
একটি আবেগ, অনেক অর্থ,
একটি শান্তির কথা – I LOVE YOU

Bengali Love Shayari for GF

2022 সালের সেরা ভালোবাসার কবিতা (Bengali love Shayari)
love Shayari in bengali

ঘুম হয়ে চলে আয়..
স্বপ্নে পাবি ঠাঁই…
এই রাত ঠিকানাহীন..
দুজনের ঘুম অর্থহীন..

2022 সালের সেরা ভালোবাসার কবিতা (Bengali love Shayari)
ভালোবাসার কবিতা

তুমি আমার সকল পাওয়া
সকল চাওয়ার শেষ,
ভালোবেসে গড়বো মোড়া
স্বর্গ সুখের দেশ।

Love SMS for GF

2022 সালের সেরা ভালোবাসার কবিতা (Bengali love Shayari)
ভালোবাসার ছন্দ

তুমি সেই স্বপ্নপরী যাকে নিয়ে স্বপ্ন দেখি।
তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে।
তুমি সেই প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি।

ভালোবাসার অনুভূতি

2022 সালের সেরা ভালোবাসার কবিতা (Bengali love Shayari)
bangla love shayari

আমায় ছেড়ে অন্য কাউকে
যদি কর বরণ
জেনে রেখো সেদিন প্রিয়
হবে আমার মরণ।

বন্ধু আমি চাইনা তোমার অসীম সুখের ভাগ,
কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমায় ডাক!
তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি,
মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি!

নদীর বুকের ঢেউ যে তুমি
নৌকা হব আমি।
তোমার আমার ভালোবাসা
হীরের চেয়েও দামী।

2022 সালের সেরা ভালোবাসার কবিতা (Bengali love Shayari)
2022 সালের ভালোবাসার কবিতা

প্রতিক্ষণে পড়ে মনে
শুধু তোমার কথা,
তোমার জন্য আমার
মনে এতো ব্যাকুলতা।

Related Post:

👉বৃষ্টির দিনের রোমান্টিক কবিতা ও ছবি 

👉সুন্দরী মেয়ে পটানোর টিপছ্

অনুরোধে নয়,
অনুরাগে তোমাকে চাই।
অভিলাসে নয়
অনুভবে তোমাকে চাই।

দেখো চাঁদের দিকে;
কত যে কষ্ট তাঁর বুকে..
কখনো কালো মেঘ ঢেকে যায়,,
কখনো সে জ্যোৎস্না হারায়
তবুও জ্যোৎস্না ছড়িয়ে সে হাসে
কারণ সে আকাশ কে ভালবাসে

কাছে পাওয়ার চেষ্টায়..
শেষ হলো রাতটাই..
ঘুম দিলো আমাকে ফাঁকি..
ভালোবাসার জ্যোৎস্নায়..!!

2022 সালের সেরা ভালোবাসার কবিতা (Bengali love Shayari)
Love Quotes in bangla

পাখি নয় যে উড়ে যাবো
সূর্য নয় যে ডুবে যাবো
প্রদীপ নয় যে নিভে যাবো
আমি তোমার বন্ধু
তাই চিরদিন পাশে রব।

তুমি আমার স্বপ্নে ভরা
একটি সুখের ভোর।
যেদিন তুমি আমার হবে
সকল অন্ধকার হবে দূর।

প্রেম তুমি বরই কঠিন প্রেমে না
পরলে বুঝা যায় না।
প্রেম তুমি বরই কঠিন প্রেমে না
পরলে জীবনকে অনুভব করা যায় না।

2022 সালের সেরা ভালোবাসার কবিতা (Bengali love Shayari)
love sms bangla

তোমার একটা পিকচার দাও না,
আমার সন্তানদের দেখাতে চাই
তাদের মা ১৮ বছরে কেমন ছিল!

বড় ইচ্ছা হয় তোমাকে সাথে
নিয়ে ১ দিন পূর্ণিমার চাদ দেখবো।
সেদিন চাঁদকে বলবো। চাঁদ দেখ
আমার মনের মানুষটি তোমার চেয়ে কত সুন্দর।

তোমায় আমি বলতে চাই,তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই।
ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই।

2022 সালের সেরা ভালোবাসার কবিতা (Bengali love Shayari)
ভালোবাসার কবিতা বাংলা

তোমার হয়ে আছি আমি তোমার হয়ে থাকবো
সারা জীবন তোমায় আমি ভালবেসে যাবো
পাশে থেকো সারা জীবন দুরে যেয়ো না
তোমায় ছারা একটুও আমার ভালো লাগে না

Treading

More Posts