ঘরে বসে চোখের নিচের কালো দাগ দূর করার উপায় | ডার্ক সার্কেল দূর করার উপায়

ডার্ক সার্কেল দূর করার টিপছ

আপনাকে এই ৱেবছাইটে স্বাগতম! আপনারা সবাই ভালো আছেন বলে মনে করি । আজ আমি আপনাদের জন্য অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হল চখের নিচের ডার্ক সার্কেল (Dark Circle) ৷

চখের নিচের ডাৰ্ক ছাৰ্কেল (Dark Circle) র অনেক কারণ হতে পারে ৷ ডাৰ্ক ছাৰ্কেল কারণগুলি হল রাতে পর্যাপ্ত ঘুম না হৱা , মানসিক চাপ, বিষণ্ণতা(Depression) ইত্যাদি কারণে চোখের নিচে ডার্ক সার্কেল পড়তে পারে ৷ তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ঘরোয়া উপায় ৷

Read Also :

👉সুন্দরী হলেও এই ৫ ধরনের মেয়েকে কখনও বিয়ে করা উচিৎ নয় 

👉মাত্র 4 সপ্তাহে ভুঁড়ি কমানোর সহজ উপায় ১০০% কাৰ্যকরী

👉সুন্দরী মেয়ে পটানোর টিপছ্

ডার্ক সার্কেল দূর করার টিপছ

অ্যালোভেরা জেল , গাজরর পেস্ট এবং ডিমের সাদা অংশ মিশিয়ে নিন ৷ মিশ্রণটি চোখের নিচে লাগিয়ে রাখুন এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন ৷

ব্ল্যাক টি, গ্রিন টি এবং অন্যান্য ভেষজ চা যা ডার্ক সার্কেল দূর করতে সক্ষম। কিছু ব্যবহৃত টি ব্যাগ নিয়ে ৫-১০ মিনিট ফ্রিজে রাখুন। এরপর চোখ বন্ধ করে ওই ঠাণ্ডা টি ব্যাগগুলো চোখের উপরে রেখে দিন। ১০-১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

প্রতিদিন কয়েক ফোঁটা নারকেল তেল(Coconut oil) চোখের নীচে ম্যাসাজ করতে পারেন।

কফি পাউডার,১ চা চামচ আলুর রস এবং সামান্য মধু(Honey)ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর তুলার সাহায্যে মিশ্রণটি চোখের চারপাশে লাগান। ১০ মিনিট অপেক্ষা করুন এবং ধুয়ে ফেলুন।

রাতে ঘুমানোর আগে চোখের আশেপাশের ত্বকে(Skin) দুধের সর লাগাবেন । কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন।

আমাদের পোস্টি সম্পূৰ্ণ পঢ়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ৷ যদি আপনি উপকার পেয়ে থাকেন নিশ্চয় আপনি পোস্টি সেয়ার করতে পারেন ৷

Images Credit : Pixels.com


আমরা আশা করি, আপনি পোস্টটি কেমন ছিল তা আমাদের জানাবেন ৷ ধন্যবাদ ৷

Treading

More Posts