চুল পড়া বন্ধ, ঘন ও লম্বা করার ঘরোয়া পদ্ধতি

চুল-পড়া-বন্ধ-করার-উপায়

আপনাকে এই ৱেবছাইটে স্বাগতম! আপনারা সবাই ভালো আছেন বলে মনে করি । আজ আমি আপনাদের জন্য অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়টি হল চুল পড়া(Hairfall) ৷ আজকাল চুল পড়া একটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৷ তাই আজকে আপনাদেরকে বলবো কিভাবে আপনি এই সমস্যা থেকে নিজেকে বাচাতে পারেন । আপনার চুল পড়া কমাতে রসুন দারুণ কাজ করে। শুধু চুল পড়া(Hairfall) বন্ধ নয়, নতুন চুল গজাতেও কাজ করে রসুন।

চুল পড়া রোধ করতে রসুনের তেল ব্যবহার করুন ,পেঁয়াজ(Onion) ব্যবহার করেও চুল পড়া কমাতে পারেন। তবে এটি বিভিন্ন জনের চুলে ভিন্ন ভিন্ন উপাদান কাজ করে। আবার দীর্ঘদিন একই উপাদান ব্যবহারে তার কার্যকারিতা কমে যায়। সেইজন্য আপনি কিছুদিন এটা ব্যৱহার করে দেখতে পারেন ৷

রসুনে থাকা জিঙ্ক, ক্যালসিয়াম, সালফার ও অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বকের সমস্যা কমিয়ে আনে এবং চুল পড়া রোধ করে। পাশাপাশি রসুনে থাকা ভিটামিনসমূহ সাহায্য করে নতুন চুল গজাতে।

চুলের যত্ন নিতে(চুল পড়া বন্ধ করার উপায়) রসুনের দু’টি সহজ ব্যবহার জেনে নিন—

রসুন-মধুর হেয়ার প্যাক


এই হেয়ার প্যাকটি তৈরি করতে প্রয়োজন হবে ৮ কোয়া রসুন ও ১ টেবিল চামচ মধু(Honey)। প্রথমে রসুনের কোয়া থেকে রস বের করে মধুর সঙ্গে মিশিয়ে নিতে হবে।

মিশ্রণটি চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করে ২০ মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর হালকা ধাঁচের কোনো শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে ধুয়ে নিতে হবে। সপ্তাহে এই হেয়ার প্যাকটি ২-৩ দিন ব্যবহার করতে হবে।

রসুনের তেল


এই তেল তৈরি জন্য ৮ কোয়া রসুন, আধা কাপ অলিভ অয়েল ও ১টি পেঁয়াজ নিতে হবে। পেঁয়াজ ছোট টুকরা করে ব্লেন্ড করে নিতে হবে। এতে রসুন যোগ করে পুনরায় ব্লেন্ড করে পেস্ট তৈরি করতে হবে।

পরে কড়াইতে আধা কাপ অলিভ অয়েল গরম করে তাতে রসুন-পেঁয়াজের পেস্ট দিয়ে দিতে হবে। মাঝারি আঁচে এ পেস্ট জ্বাল দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেস্ট বাদামি বর্ণ ধারণ করে। যখন বাদামি রং চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা কর নিতে হবে।

Read Also :

👉সুন্দরী হলেও এই ৫ ধরনের মেয়েকে কখনও বিয়ে করা উচিৎ নয় 

👉ফেসবুকে সুন্দরী মেয়ে পটানোর এস এম এস 

👉সুন্দরী মেয়ে পটানোর টিপছ্


ঠাণ্ডা হয়ে গেলে পেস্টটি ছেকে তেল(Oil) বের করে নিতে হবে। এ তেল মাথার ত্বকে(Skin) ভালোভাবে ম্যাসাজ করতে হবে। এরপর ৩০-৪৫ মিনিট তেল মাথায় রেখে দেয়ার পর হারবাল শ্যাম্পু(Shampoo) দিয়ে চুল ধুতে হবে। এইভাবে সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করবেন তেল।

সুস্থ চুল পেতে চাইলে যত্নশীল হতে হবে চুলের প্রতি। প্রাকৃতিক(Natural) উপাদান সেক্ষেত্রে সবচাইতে উপকারি ভূমিকা পালন করে। তাই অল্প সময়ের মাঝে চুল পড়ার হার কমাতে চাইলে ব্যবহার করতে পারেন রসুনের হেয়ার প্যাক অথবা রসুনের তেল।

আমাদের পোস্টি সম্পূৰ্ণ পঢ়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ৷ যদি আপনি উপকার পেয়ে থাকেন নিশ্চয় আপনি পোস্টি সেয়ার করতে পারেন ৷

Images Credit : Pixels.com


আমরা আশা করি, আপনি পোস্টটি কেমন ছিল তা নিচে কমেন্ট করে জানাবেন ৷ ধন্যবাদ ৷

Treading

More Posts